বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৯ নভেম্বর ২০২৪ ২৩ : ২৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শেষমেষ স্বস্তি। কলকাতায় পা রাখার পর থেকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে হাফ ছেড়ে বাঁচলেন। রাতে একটু শান্তিতে ঘুমোতে পারবেন অস্কার ব্রুজো। তীক্ষ্ণ কৌশলে শুক্রবার ঘরের মাঠে চলতি আইএসএলে সবচেয়ে বেশি গোল করা নর্থ ইস্টকে আটকে দেন স্প্যানিশ কোচ। অকেজো করে দেন ছন্দে থাকা আলাদিন আজারাইকে। প্রথম জয় পেয়ে উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থকরা। কিন্তু আনন্দে গা ভাসাতে চান না অস্কার। দলের খেলায় খুশি। তবে জানিয়ে দিলেন, এখান থেকে আর পেছন ফিরে দেখা যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধারাবাহিকতা ধরে রাখাই এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অস্কার বলেন, 'একটা জয় খুব দরকার ছিল। এটা দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। তবে এই জায়গা থেকে এবার এগিয়ে যেতে হবে। আজকে আমরা ধারাবাহিকভাবে ভাল খেলেছি। তবে এটা সবে শুরু। বাকি ম্যাচেও এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।'
পরপর হারের মধ্যে দলের দায়িত্ব নেন। এএফসিতে তাঁর কোচিংয়ে বদলে যায় ইস্টবেঙ্গল। সেই শুরু। তারপর আইএসএলে মহমেডানের বিরুদ্ধে অদম্য লড়াই ন'জনের লাল হলুদের। অবশেষে এল জয়। এই প্রত্যাবর্তনের জন্য ফুটবলারদেরই কৃতিত্ব দেন। তবে নর্থ ইস্টের মতো দলকে অকেজো করে দিতে পেরে সন্তুষ্ট। অস্কার বলেন, 'ম্যানেজমেন্ট যখন এই কঠিন সময় আমাকে দায়িত্ব দিয়েছে, তার মানে নিশ্চয়ই আমার মধ্যে কিছু দেখেছে। আমার চিন্তাধারা পছন্দ হয়েছে। আমি দলের ক্ষমতায় বিশ্বাস রেখেছিলাম। প্লেয়াররা আমার বার্তা বুঝতে পেরেছে। ফুটবলাররাই সব করেছে। আমি শুধু পেছন থেকে ওদের একটু ধাক্কা মেরেছি। নর্থ ইস্ট আইএসএলে এতগুলো গোল করেছে। কিন্তু এদিন একটা ছাড়া কোনও ওপেন সুযোগ পায়নি। আইএসএলে সাফল্য পেতে হলে সুযোগগুলো কাজে লাগাতে হবে। যা আজকে আমরা পেরেছি। তবে লম্বা দৌড়ে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।' পরপর দুই ম্যাচে ক্লিনশিট রাখতে পারায় খুশি ইস্টবেঙ্গল কোচ।
এএফসি, আইএসএল মিলিয়ে টানা পাঁচ ম্যাচ না হারায় খুশি সল ক্রেসপো, মাদি তালালরা। লাল হলুদের দুই তারকা মনে করেন, এএফসি টার্নিং পয়েন্ট। চেন্নাই ম্যাচেও তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে ইস্টবেঙ্গল। ক্রেসপো বলেন, 'আমরা টানা পাঁচটা ম্যাচে হারিনি। ভাল সময় যাচ্ছে। আইএসএলে এই জয়টা খুব দরকার ছিল। আমরা চেন্নাইয়ের বিরুদ্ধেও তিন পয়েন্টের জন্য ঝাঁপাব। প্রত্যেক কোচ আলাদা। আমরা অস্কারের নির্দেশ মানার চেষ্টা করছি। আশা করছি এইভাবেই আমরা এগিয়ে যেতে পারব। এএফসি থেকেই আমরা বদলাতে শুরু করেছি। এটাই টার্নিং পয়েন্ট।' মাদি তালাল বলেন, 'এএফসি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তারপর ন'জন মিলে মহমেডানের সঙ্গে ড্রও মনোবল বাড়ায়। আগে আমরা ভাল মেজাজে ছিলাম না। এই জয় আমাদের চাগিয়ে দেবে।' সোমবার থেকে চেন্নাই ম্যাচের প্রস্তুতি শুরু করে দেবেন ব্রুজো।
#Oscar Bruzon#East Bengal#Indian Super League
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ধোনির দলের ৩০ লক্ষের স্পিনারের টি-২০ তে হ্যাটট্রিকের রেকর্ড...
ঠিক যেন ধোনি! অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের কিপার হরবংশ ফেরালেন মাহির স্মৃতি ...
কেমন হবে অ্যাডিলেডের দিন-রাতের টেস্টের পিচ? কী বললেন কিউরেটর? ...
ছোটদের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, পঞ্চমবার খেতাব জিতে রেকর্ড ...
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম গেমও ড্র, বিশ্বজয়ীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন গুকেশ ...
দীর্ঘদিন পর এক মঞ্চে শচীন-কাম্বলি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও...
নেটে ডবল শিফটে প্রস্তুতি রোহিতের, কত নম্বরে নামবেন? ...
১১ দিনে ৬ ম্যাচ! মুস্তাক আলিতে দারুণ বোলিং সত্ত্বেও অস্ট্রেলিয়া সফর ঘিরে ধোঁয়াশা ...
বড় সেটব্যাক তারকা পুত্রের, মুস্তাক আলিতে দল থেকে বাদ পড়লেন...
অ্যাডিলেডে কিংবদন্তির রেকর্ড ভাঙার হাতছানি যশস্বীর সামনে...
হারের সরণিতে সাদা–কালো ব্রিগেড
অ্যাডিলেড টেস্টের আগে ভারতীয় দলে যোগ দিতে পারবেন তো গম্ভীর? এল বড় আপডেট...
পোকায় কাটা স্যর ডনের ব্যাগি গ্রিন নিলামে, এর সঙ্গে রয়েছে ভারতীয় যোগ ...
অ্যানফিল্ডে দর্শকদের ছ'আঙুল দেখালেন পেপ, ম্যাঞ্চেস্টার সিটি কোচের ছবি ভাইরাল ...
উত্তাল বাংলাদেশ, শিকড়ের কথা স্মরণ করিয়ে উদ্বেগ প্রকাশ ইস্টবেঙ্গলের ...